lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
Last Updated 2025-08-30T07:01:10Z
রাজনীতি

দলের দুর্সময়ে অসামান্য ত্যাগের মূল্যায়ন চান ডাঃ শফিকুল ইসলাম

Advertisement


 

নিজস্ব প্রতিবেদক:

 দীর্ঘ ১৬ বছর রাষ্ট্রীয়  ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) দুর্সময়ে দলকে সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন  জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজিবন সদস্য ডাঃ শফিকুল ইসলাম। দলের দুর্সময়ে বিভিন্ন আন্দোলন - সংগ্রাম, সভা - সমাবেশে সম্মুখ সারিতে থেকে দলকে বেগবান করার পাশাপাশি বিভিন্ন জাতীয় সংকট (বন্যা,করোনা,দুর্ভিক্ষ,ডেঙ্গু) 'র সময়ে দলের ব্যানারে নিজস্ব অর্থায়নে পাশে দাড়িয়েছেন গরীব, দু:খী ও অসহায় মানুষের। নিজ রাজনৈতিক এলাকার জাতীয়তাবাদী নেতাকর্মীদের বিপদে পাশে দাড়ানো ত্যাগী এই নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী হিসেবে পাবনা -০১ আসন ( সাঁথিয়া-বেড়া আংশিক) এলাকায় ব্যাপক প্রচারণা শুরু করেছেন। 





আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উক্ত আসনে দল বিজয়ী করার লক্ষ্যে দলের অভ্যন্তরীণ কোন্দল দূর করতে কাজ করছেন তিনি। নির্বাচনী এলাকা ২ টি পৌরসভা ( সাঁথিয়া ও বেড়া), ১৪ টি ইউনিয়ন (হাঁটুরিয়া- নাকালিয়া,  কৈটলা,চাকলা,নতুন ভারেঙ্গা,কাশিনাথপুর, করমজা,ক্ষেতুপাড়া, গৌরীগ্রাম, আর- আতাইকুলা, ভূলবাড়ীয়া, নন্দনপুর,ধুলাউরি, ধোপাদাহ্, নাগডেমরা) এর বিএনপির নেতাকর্মীদের উজ্জীবিত ও সুসংগঠিত করতে নিয়মিত গণসংযোগ, উঠান বৈঠক ও সভা-সমাবেশ করে চলেছেন তিনি। 




নিজের প্রার্থীতা বিষয়ে ডা: শফিকুল ইসলাম বলেন, দলের দুর্সময়ে দলের প্রয়োজনে কাজ করেছি। দল থেকে আমাকে  মনোনয়ন দিলে পাবনা-০১ আসন আমি দলকে উপহার দিব ইনশাল্লাহ। 




নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়,  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা -০১ আসন থেকে যারা দলীয় মনোনয়ন চাচ্ছে তাদের মধ্যে ডা: শফিকুল ইসলাম দলের দুর্সময়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। এরকম কর্মীবান্ধব নেতা দলীয় মনোনয়ন পেলে পাবনা -১ আসনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।