lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২০ আগস্ট, ২০২৫
Last Updated 2025-08-20T11:51:20Z
রাজনীতি

আতাইকুলায় পাবিপ্রবি'র ছাত্রদের সাথে সংগঠিত হওয়া ঘটনায় জুবায়ের 'র নাম ব্যবহার উদ্দেশ্য প্রণোদিত

Advertisement


 


পাবনা প্রতিনিধি: 

পাবনার আতাইকুলায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে সংগঠিত হওয়া ঘটনায় সাঁথিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ইসমাইল হোসেন এর ছেলে জুবায়েরের নাম ব্যবহার করা নিছক উদ্দেশ্য প্রণোদিত। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার( ১৯আগস্ট) বিকেলে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র-ছাত্রী আতাইকুলায় অবস্থিত নদীর ধারে নির্জন স্থানে ঘুরতে আসে। তাদের আচরণ অশালীন এবং সন্দেহজনক হওয়ায় স্থানীয় কিছু ব্যক্তিবর্গের সাথে তাদের বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে পাশে অবস্থান কৃত স্থানীয় কিছু যুবক এগিয়ে আসলে তাদের সাথেও ছাত্র-ছাত্রীদের ঝামেলা হয়। পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে একাধিক ফেসবুক একাউন্ট এবং ফেসবুক পেইজে পোস্ট দেওয়া হয় যে সাঁথিয়া উপজেলার বিএনপি'র যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন এর ছেলে জুবায়ের হোসেন উক্ত ছাত্র-ছাত্রীদের আটকিয়ে তাদের নিকট থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে। 

সরজমিনে গিয়ে জানা যায় , সেখানে জুবায়ের নামক একাধিক ব্যক্তি ছিল। আলহাজ্ব ইসমাইল হোসেনের ছেলে জুবায়ের হোসেন এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত নয়। 

এ বিষয়ে সাঁথিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ইসমাইল হোসেন বলেন, আমার ছেলে জুবায়ের এহেন ঘটনার সাথে জড়িত নয়। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি পক্ষ আমার ছেলের নাম ব্যবহার করে স্বীয় স্বার্থ চরিতার্থ করার চেষ্টা চালাচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। 


এ বিষয়ে আতাইকুলা থানার অফিসার ইনচার্জ ওসি হাবিবুল হাসান বলেন , কোনো অভিযোগ না থাকায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা করা হয়েছে।