Advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি:
বিশ্ব-ব্যাংকের অর্থায়নে মানব-সম্পদ উন্নয়নে নাগেশ্বরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়নে ১৪টি ইউনিয়নে স্বাস্থ্যবিধি, রোগ প্রতিরোধ, পরিবেশকে পরিষ্কার ও স্বাচ্ছন্দ্য রাখতে বিধি-মোতাবেক ল্যাট্রিন নির্মাণের কাজ চলমান রয়েছে।
জানা গেছে, মানব-সম্পদ উন্নয়নে নাগেশ্বরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়নে ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে মানব-সম্পদ উন্নয়নে গ্রামীন পানি সরবরাহ ও স্যানিটেশন প্রজেক্টের আওতায় (১৪টি ইউপি) কচাকাটা, কালীগঞ্জ, কেদার, নেওয়াশী, সন্তোষপুর, রামখানা, বামনডাঙ্গা, বল্লভেরখাষ, বেরুবাড়ী, নারায়ণপুর, নুনখাওয়া, রায়গঞ্জ, হাসনাবাদ ও নেওয়াশী ইউনিয়নে ৩হাজার ২০৬টি ল্যাট্রিন নির্মাণ সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে। ফলে গ্রাম ও চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষরা মানব সম্পদ উন্নয়নের ল্যাট্রিন পেয়ে জনস্বাস্থ্য সেবায় উন্নতি হচ্ছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্যমতে, নাগেশ্বরী উপজেলার ১৪টি ইউনিয়নে ৩হাজার ২০৬টি ল্যাট্রিন নির্মাণ কাজ চলতি বছর বাস্তবায়িত শেষ হলে উপজেলার ইউনিয়ন পর্যায়ের মফস্বল ও চলাঞ্চলের হতদরিদ্র পরিবার স্বাস্থ্যবিধি, রোগ প্রতিরোধ, পরিবেশকে পরিষ্কার ও স্বাচ্ছন্দ্য ল্যাট্রিন ব্যবহার করে জনস্বাস্থ্য সেবায় সার্বিকভাবে উন্নীত হবে এবং বদলে যাবে ইউনিয়নের দৃশ্যপট।
উপকারভোগী রামখানা সাদেকেরকুটি গ্রামের সোরাফ উদ্দিন, হাসনাবাদ বলায়েরপাটের মোখলেচুর রহমান, নুনখাওয়া বাহুবল মন্ডলেরভিটার জাবেদ আলী, কালিগঞ্জ মন্নেয়ারপাড়ের কছিরন বেগম, বল্লভেরখাস সরকারটারীর ছামিনা বেগম ও নেওয়াশী মন্ডল্টারীর শহিদুল ইসলাম সহ অনেকে বলেন, নাগেশ্বরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আওতায় এবং উদ্যোক্তাদের মাধ্যমে ১৪টি ইউনিয়নে মানব-সম্পদ উন্নয়নে স্বাস্থ্যসন্মত ল্যাট্রিন প্রকল্পের কাজ সঠিকভাবে নির্মাণ চলছে। এই প্রকল্প বাস্তবায়িত শেষ হলে আমাদের মতো মফস্বল ও চরাঞ্চলের হতদরিদ্র পরিবার স্বাস্থ্যবিধি, রোগ প্রতিরোধ, পরিবেশকে পরিষ্কার ও স্বাচ্ছন্দ্য করবে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নাগেশ্বরী উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. ফিরোজ কবীর বলেন, মাঠ পর্যায়ে কাজ সুষ্ঠুভাবে তদারকি চলমান রয়েছে। গুণগতমান বজায় রেখে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ল্যাট্রিন নির্মাণ চলছে। আশা করা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে।
কুড়িগ্রাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হারুনুর রশিদ বলেন, নির্মাণ কাজ সর্বোচ্চ গুণগতমান বজায় রেখে চলমান রয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রংপুর বিভাগের তত্বধায়ক প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ বলেন, বিশ্ব-ব্যাংকের অর্থায়নে মানব-সম্পদ উন্নয়নে নাগেশ্বরী উপজেলার ১৪টি ইউনিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়নে এবং দক্ষ উদ্যোক্তাদের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে ল্যাট্রিন নির্মাণ চলমান রয়েছে।