lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৯ আগস্ট, ২০২৫
Last Updated 2025-08-09T10:21:28Z
ব্রেকিং নিউজ

মনু নদী থেকে নিখোঁজের ৪৩ ঘন্টা পর কুশিয়ারা নদী থেকে সাবেক ক্রিকেটারের মরদেহ উদ্ধার

Advertisement


 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

মৌলভীবাজারে বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে মনু নদী পারাপারের সময় নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হবার ৪৩ ঘন্টা পর জেলার এক সময়ের জনপ্রিয় ক্রিকেটার মছব্বির আহমদের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় তার মরদেহ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ ইউনিয়নের ফেচুর বাজার এলাকায় কুশিয়ারা নদী থেকে উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার (৬ আগস্ট) রাত ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার মনু নদীর পালপুর খেয়া ঘাটে নৌকা থেকে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হন। নিহত মছব্বির আহমদ সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সোনাপুর (কালেঙ্গা) গ্রামের মো. ফিরোজ মিয়ার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জেলা দলের সাবেক জনপ্রিয় ক্রিকেটার মছব্বির গত বুধবার (৬ আগস্ট) মৌলভীবাজার সদর উপজেলার মিরপুর গ্রামে অবস্থিত তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে নিজ বাড়িতে ফেরার পথে মনু নদীর পালপুর খেয়া ঘাটে নৌকা নিয়ে পারাপারের সময় আকষ্মিক নদীতে পড়ে তলিয়ে যান। এরপর থেকে স্থানীয় লোকজন, পুলিশ, ফায়ার সার্ভিস ও তার স্বজনরা পুরো নদীর মৌলভীবাজার সদর উপজেলা থেকে শুরু করে ভাটির দিকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রানীগঞ্জ পর্যন্ত খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন বাজারে অবস্থিত দোকানপাটে মছব্বির আহমদের ছবি ও যোগাযোগের মোবাইল নম্বর দিয়ে সন্ধান পেলে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়। অবশেষে শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যার দিকে নিহতের স্বজন ফুল মিয়ার মোবাইল ফোনে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ ইউনিয়নের ফেচুর বাজার এলাকা থেকে জনৈক ব্যক্তি জানান, কুশিয়ারা নদীতে এক পুরুষের মরদেহ ভাসতে দেখা গেছে। খবর পেয়ে নিহতের স্বজনরা ওই এলাকায় গিয়ে মরদেহটি মছব্বির আহমদের বলে সনাক্ত করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে।

নিহতের বড় ভাই মো. আলাল মিয়া বলেন, ‘মছব্বির বুধবার বিকেলে তার এক বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে নিখোাজ হয়। রাত ১টার দিকে আমাকে ফোনে জানানো হয় মছব্বির মাঝি ছাড়া একাই নৌকা নিয়ে নদী পারাপারের সময় নদীর পানিতে ডুবে যায়। বিষয়টি আমরা মৌলভীবাজার থানায় লিখিতভাবে জানিয়েছিলাম। আমরা, স্থানীয় লোকজন, পুলিশ জেলা ও হবিগঞ্জের বিভিন্ন এলাকা ব্যাপক খোঁজাখুজি করেও কোন সন্ধ্যান পাচ্ছিলাম না। অবশেষে শুক্রবার আমরা শেরপুর এলাকায় খোঁজাখুজির সময় মোবাইল ফোনে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ এলাকায় কুশিয়ারা নদীতে একজন পুরুষের লাশ ভাসছে এ খবর পেয়ে ওই এলাকায় গিয়ে আমার ভাইয়ের মরদেহ শনাক্ত করি। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ নদী থেকে উদ্ধার করেছে।’

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ‘মছব্বির নিখোাজ হওয়ার ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়রি করা হয়েছিল। আমরা বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই তাকে উদ্ধারে ব্যাপক তৎপরতা চালাই। পরে শুক্রবার নবীগঞ্জে কুশিয়ারা নদীতে তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী নিহতের স্বজনদের খবর পাঠান বলে জানতে পেরেছি।’