Advertisement
আলমগীর হুসাইন অর্থ:
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকশ আভিযানিক দল পাবনা সদর থানাধীন হেমায়েতপুর ইউনিয়নের বাবুলের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০ (পাঁচশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, ৩১শে জুলাই (বৃহস্পতিবার) রাত ৮ টা ৪৫ মিনিটে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই বুরজাহান ও সঙ্গীয় ফোর্স হেমায়েতপুর ইউনিয়নাধীন বাবুলের মোড় এলাকার হাফিজুলের সেলুনের সামনে অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়: সদর থানার চর ঘোষপুর এলাকার উম্মত মালিথার ছেলে হাসমত মালিথা (২৬) ও একই থানার দিলালপুর এলাকার মৃত শফিউদ্দিনের ছেলে সানা আহমেদ (৩৫)।
গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ।