lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-31T11:09:01Z
ব্রেকিং নিউজ

উত্তরাঞ্চলে প্রচন্ড তাপদহে আমন রোপন হুমকির মুখে, কৃষক দিশেহারা

Advertisement


 

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ গত একমাস ধরে প্রচন্ড তাপদহের কারণে উত্তরের জেলা নীলফামারী ও পঞ্চগড়ে ভরা মৌসমে আমন রোপণ হুমকির মুখে পড়েছে। কোথাও এক ফোঁটা বৃষ্টি নেই খাল বিল পুকুর জমি সব শুকিয়়ে মাটি ফেটে চৌচির অবস্থা দাড়িয়েছে। কিছু কিছু কৃষক সেচ পাম্পের মাধ্যমে জমিতে পানি ঢুকিয়ে আমন ধান রোপণ করছেন। 


নীলফামারী জেলার ছয়টি উপজেলা সহ পাশ্ববর্তী পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলায় বৃষ্টি না থাকার কারণে আমন ধান রোপণ করতে পারছেনা কৃষকেরা।


আবার কিছু কিছু এলাকায় সেচের মাধ্যমে ২-১ বিঘা জমিতে আমন ধান রোপণ করলেও দুই একদিনের মধ্যে পানি শুকিয়ে গিয়ে মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে।


ধানের গোলা হিসেবে পরিচিত বৃহত্তর রংপুর দিনাজপুর জেলায় এই চলতি আমন মৌসুমে কি হবে তা সঠিকভাবে এখনো বলা যাচ্ছে না। হাজার হাজার কৃষক প্রতিনিয়ত শুধু আকাশের দিকে চেয়ে অপেক্ষার প্রহর গুনছে কখন বৃষ্টি নামবে। বর্তমানে এই অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে আবহাওয়া অধিদপ্তর সুত্রমতে বৃষ্টির কথা বলা হইলেও উত্তরের শেষ সীমানায় বৃষ্টির দেখা মিলছে না। আমাদের এই অঞ্চলগুলি ভারতের আবহাওয়া সঙ্গে কিছুটা মিল দেখা গেছে। পার্শ্ববর্তী দেশ ভারতের জলপাইগুড়ি কুচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টি শুরু হলে উত্তরের নীলফামারী ও পঞ্চগড় জেলায় বৃষ্টি শুরু হয়। দেশের দক্ষিণ অঞ্চলের আবহাওয়া বার্তা উত্তর অঞ্চলের সঙ্গে কোন মিল নেই। নীলফামারী জেলার ডোমার ডিমলা জলঢাকা এবং পঞ্চগড় জেলার দেবিগঞ্জ তেতুলিয়া ও আটোয়ারীতে আমন চাষ ব্যাহত হলে এই অঞ্চল ছাড়াও দেশের বহু অঞ্চল খাদ্য সংকট দেখা দিতে পারে বর্তমানে যে হারে তাপমাত্রা বাড়ছে তাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আগামী ১৫ দিনের মধ্যে বৃষ্টি না হলে ৭০-৮০ ভাগ বীজ তলা নষ্ট হবে বলে জানিয়েছেন এলাকার একাধিক কৃষক।