Advertisement
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, “জুলাই পুনর্জাগরণ-২০২৫” উপলক্ষে এক বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।
সরকার ঘোষিত এই জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বন্দর মডেল সরকারি বিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমের আয়োজন করা হয়, যার মূল লক্ষ্য ছিল ২০২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বীর শিশু শহীদদের স্মরণ ও আগামী প্রজন্মকে গণঅভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে সচেতন করে তোলা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন এবং ‘জুলাই-২৪’ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী। প্রতিটি বিভাগে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় এবং তাদের প্রতিভা ও দেশপ্রেমের অভিব্যক্তি উপস্থাপন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন খাঁন। তিনি বলেন,“এই ধরনের আয়োজন শিশুদের মনের মধ্যে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের ইতিহাস, ২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের আত্মত্যাগের বোধ জাগিয়ে তোলে। আজকের শিক্ষার্থীরা একদিন জাতির ভবিষ্যৎ হয়ে উঠবে, তাদের মনে এই চেতনা গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব।”
এই আয়োজন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং একটি শিক্ষণীয় ও আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। অনুষ্ঠানে শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।