lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-31T11:01:50Z
শিক্ষা

তারাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি ১ম ব্যাচের কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান

Advertisement


 


এম মনিরুজ্জামান, পাবনা: তারাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রথম ব্যাচের এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় কৃতকার্য প্রথম ব্যাচের ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সুজানগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বিশ্বাস। ইসলাম খানের সভাপতিত্বে ও ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,তারাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আক্তার মিতা।এ সময় আরো উপস্থিত ছিলেন, মাওঃ আব্দুল সোবহান, সাংবাদিক মনিরুজ্জামান মন্টু, দাউদ ইব্রাহিম সাধন, সহকারী শিক্ষক বিলকিস খাতুন,রাকিয়া খাতুন, ইয়াসমিন আক্তার, আনান্দ কুমার, জহির উদ্দিন প্রমুখ। এছাড়াও এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সামাদ জানু জানান, তারাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম এসএসসি পরীক্ষার অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। খুবই  চমৎকার রেজাল্ট করেছে ছাত্রছাত্রীরা। শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তৃতায় বলেন, পড়াশোনার কোন বিকল্প নেই, সামনের দিনগুলোতে আরো ভালো রেজাল্ট করে এই প্রতিষ্ঠানের সুনাম অর্জন করবে এই প্রত্যাশা সব শিক্ষার্থীদের কাছে আশা ব্যক্ত করেন।