Advertisement
ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নের মতিগঞ্জ বাজার এলাকায় অগ্নিকান্ডে দরছ মিয়া (৬৫) নামের পক্ষঘাতগ্রস্থ এক সমাজকর্মী মৃত্যুবরণ করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে এ ঘটনার সৃষ্টি। আগুনে তার ডুপ্লেক্স বাড়ির একটি কক্ষ অনেকাংশ পুড়ে গেছে। বৃহস্পতিবার (১ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মৃত দরছ মিয়া মতিগঞ্জ বাজার এলাকার মৃত সাইম উল্লাহর ছেলে। তিনি পক্ষঘাতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন থেকে নিজ ডুপ্লেক্স বাড়িতে অবস্থান করছিলেন। এর আগে তিনি মধ্যপ্রাচ্যের দেশ কাতারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। এলাকার স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা প্রতিষ্ঠা ও উন্নয়নসহ দরিদ্র-অসহায় মানুষের কল্যাণে তিনি নিবেদিতপ্রাণ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১ মার্চ) শ্রীমঙ্গল উপজেলার ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নের মতিগঞ্জ বাজার এলাকার বাসিন্দা পক্ষঘাতে আক্রান্ত দরছ মিয়ার পরিবারের সদস্যরা তাকে বাড়ির দো’তলার একটি কক্ষে রেখে আত্মীয়ের বিয়েতে শ্রীমঙ্গল শহরে ছিলেন। তিনি ধুমপান করতেন। রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে দরছ মিয়া যে ঘরে অবস্থান করছিলেন সে ঘরে সৃষ্ট অগ্নিকান্ডে তিনি গুরুতর আহত হন। ঘরটির অনেকাংশও পুড়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে দরছ মিয়াকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অসাবধানতা বশত সিগারেটের আগুন থেকে ঘরে আগুন লাগতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) মুহিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।’