Advertisement
সজীব আহাম্মেদ, দেবীগঞ্জ (পঞ্চগড়):
পঞ্চগড়ের দেবীগঞ্জে ১২ বোতল বিদেশি মদসহ সুমন ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্ৰেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ মে) বিকাল সাড়ে ৪ টা'য় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ সদর ইউনিয়নের নতুন বন্দর ধরধরা পুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সুমন ইসলামকে আটক করে পুলিশ।
আটক মোঃ সুমন ইসলাম পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সামেরডাঙ্গা এলাকার আব্দুল কাদেরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বিদেশি মদসহ একজন মাদক ব্যবসায়ী সোনাহারের দিকে যাচ্ছেন। এমন সময় উপ-পরিদর্শক জামিউর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ১২ বোতল (৯ লিটার) বিদেশী মদসহ সুমনকে গ্রেফতার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক (থ্রি হুইলার) জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন ইসলাম পুলিশকে জানিয়েছে, সে নাসির নামে একজনের কাছে এসব বিদেশী মদ নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় দেবীগঞ্জ থানার উপপরিদর্শক জামিউর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, গ্রেফতার মাদক ব্যবসায়ীকে আগামীকাল (মঙ্গলবার) আদালতে পাঠানো হবে।