lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৯ মে, ২০২৫
Last Updated 2025-05-19T16:39:05Z
আমদানি -রপ্তানিজাতীয়

ভারত নিষেধাজ্ঞা দিলেও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বিভিন্ন দেশ থেকে আমদানি- রপ্তানি স্বাভাবিক

Advertisement


 


মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি, 

দেশের  শুল্ক স্টেশন এবং স্থলবন্দর দিয়ে বাংলাদেশী কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় এর খুব বেশি প্রভাব পড়বেনা বলে মন্তব্য করেছেন বন্দর সংশ্লিষ্ট রপ্তানিকারক এবং শ্রমিকরা। তারা বলছেন এই বন্দর দিয়ে কিছু প্লাস্টিক পণ্য রপ্তানি করা হয়। এই পণ্য রপ্তানি হচ্ছেনা।রবিবার এসব পণ্যবাহী কয়েকটি ট্রাক বন্দর থেকে ফেরত গেছে।

অন্যদিকে ঝুট কাপড়ের উপর নিষেধাজ্ঞা না থাকার কারণে এই পণ্যের রপ্তানি অব্যাহত রয়েছে। মূলত এই বন্দর দিয়ে এই দুটি পণ্যই ভারতে রপ্তানি করা হয়। এদিকে এই বন্দর দিয়ে নেপাল ও ভূটানের সাথে আমদানী রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।


রপ্তানিকারক আব্দুল্লাহ আল মামুন জানান, এই বন্দর দিয়ে খুব বেশি পণ্য ভারতে রপ্তানি হয়না। তাই নিষেধাজ্ঞার প্রভাব খুব বেশি পড়বেনা। বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লি: এর ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান কাঁচামাল জাতীয় পণ্য  রপ্তানি স্বাভাবিক রয়েছে। পলিস্টার কটন রেকস বা ঝুট গতকালও রপ্তানি হয়েছে।

শুধুমাত্র ফিনিস গুডস এর উপর নিষেধাজ্ঞা আছে। এগুলো এই বন্দর দিয়ে রপ্তানি হয়না।