lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৪ মে, ২০২৫
Last Updated 2025-05-14T06:14:04Z
আইন ও অপরাধ

দোগাছি ইউনিয়ন যুবলীগ নেতা কাওসার বিশ্বাস গ্রেফতার: জনমনে স্বস্তি

Advertisement


 


নিজস্ব প্রতিবেদক:- পাবনা'য়  সদ্য নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী  সংগঠন যুবলীগের দোগাছি ইউনিয়ন শাখার  নেতা কাওসার বিশ্বাস গ্রেফতার হওয়ায় অত্র এলাকার জনসাধারণের মনে স্বস্তি ফিরে এসেছে। 







জানা যায়,  ১১ই মে রাতে দোগাছি ইউনিয়ন যুবলীগ নেতা কাওসার বিশ্বাস কে গ্রেফতার করে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি)  পুলিশের একটি চৌকশ আভিযানিক দল। গ্রেফতারকৃত কাওসার বিশ্বাস (২৬) দোগাছি ইউনিয়নের মকন্দপুর এলাকার আব্দুস সালামের ছেলে ও পাবনা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি'র বিশেষ অনুসারী। 




স্থানীয়'রা জানান, যুবলীগ নেতা কাওসার বিশ্বাসের নামে একাধিক মামলা রয়েছে।  এছাড়াও তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে  এলাকাবাসীকে নির্যাতনের অগণিত অভিযোগ রয়েছে। সে গ্রেফতার হওয়ায় এলাকায় আনন্দ বিরাজ করছে।