Advertisement
বরগুনা প্রতিবেদক:
বরগুনার আমতলীতে দন্ত চিকিৎসক সোনিয়া আফরিন তালুকদারের ভুল চিকিৎসায় রোগী রুমা আক্তারের ১৮ টি দাঁতে পচন ধরেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোগী মোসাঃ রুমা আক্তার এমন অভিযোগ এনে বরগুনা জেলা প্রশাসক, সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দপ্তরে অভিযোগ দিয়েছেন। দ্রুত দন্ত চিকিৎসক সোনিয়া আফরিন তালুকদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন ভুক্তভোগী রুমা।
জানাগেছে, আমতলী পৌরসভার ছুরিকাটা এলাকার বাসিন্দা মোসাঃ রুমা আক্তার গত দুই বছর ধরে তালুকদার ডেন্টাল কেয়ারের চিকিৎসক সোনিয়া আফরিন তালুকদারের কাছে চিকিৎসা নেন। শুরুতেই তিনি ভুল চিকিৎসা দিয়ে আসলেন এমন অভিযোগ রোগী রুমা আক্তারের। তার চিকিৎসার রোগী রুমার ১৮ টি দাঁতে পচন ধরেছে। গত ২৫ এপ্রিল ঢাকা পিজি হাসপাতালের দন্ত বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ এমএ সরোয়ারের কাছে চিকিৎসা নিতে গেলে রোগীর এমন অবস্থা ধরা পড়ে। পরে ওই চিকিৎসক তার দুটি দাত তুলে ফেলেছেন এবং ১৬ টি দাতের চিকিৎসা দিয়েছেন। রোগীর এমন অবস্থায় ওই চিকিৎসক তালুকদার ডেন্টাল কেয়ারের চিকিৎসক সোনিয়ার বিরুদ্ধে প্রত্যায়ন দিয়েছেন। দন্ত চিকিৎসক সোনিয়ার শাস্তি দাবী করে রোগী রুমা আক্তার বুধবার বরগুনা জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে অভিযোগ দিয়েছেন।
রোগী রুমা আক্তার বলেন, গত দুই বছর ধরে তালুকদার ডেন্টাল কেয়ারের চিকিৎসক সোনিয়া আফরিন তালুকদারের কাছে আমি চিকিৎসা নেই। শুরুতেই তিনি আমাকে ভুল চিকিৎসা দিয়েছেন। এতে আমার ১৮ টি দাত নষ্ট হয়েছে। দুইটি দাত তুলে ফেলা হয়েছে। ১৬ টি দাতে পচন ধরেছে। তিনি আরো বলেন, শাস্তি পেতে আমি দন্ত চিকিৎসক সোনিয়ার বিরুদ্ধে জেলা প্রশাসক,সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে দন্ত চিকিৎসক সোনিয়া আফরিন বলেন, আমি ঠিকমতই চিকিৎসা দিয়েছি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার বলেন, দন্ত চিকিৎসকে নোটিশ দেয়া হয়েছে। নোটিশের জবাব সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।