lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
Last Updated 2025-05-15T15:22:07Z
ব্রেকিং নিউজ

পাবনায় দিনব্যাপী জব ফেয়ার মেলার উদ্বোধন

Advertisement


 

আলমগীর কবীর হৃদয় (পাবনা জেলা প্রতিনিধি): 

পাবনায় দিনব্যাপী জব ফেয়ার মেলার উদ্বোধন  হয়েছে।বৃহস্পতিবার ( ১৫ মে ) দুপুরে এসেট প্রকল্পের আওতায় পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।

পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা,এসেট প্রকল্প, উপ-প্রকল্প পরিচালক-১  প্রকৌশলী বি.এম শরিফুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার,ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক  ড. সোহানী হোসেন,পাবনা সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান এমএস ফুড এন্ড বেভারেজ এর ব্যবস্থাপনা  পরিচালক মাহবুবুল আলম ফারুক  ওসাকা  পরিচালক মাজহারুল ইসলাম ম, শুভেচ্ছা বক্তব্য দেন জব ফেয়ার ২০২৫ এর কো-অর্ডিনেটর এবং সিভিল  এন্ড সেফটি  বিভাগের চিপ  ইন্সট্রাক্টর নজরুল ইসলাম,বাংলাদেশ স্কাউট পাবনা জেলার রোভারের  সম্পাদক  ননটেক বিভাগের বিভাগীয় প্রধান  আলী আকবর মিঞা রাজু,জব প্লেসমেন্ট অফিসার  অফিসার রেজাউল ইসলাম ।  অনুষ্ঠানটি চঞ্চলনা করেন ইলেকট্রনিক্স বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর রতন কুমার দাস  । 

দিনব্যাপী মেলায় ১৫ টি বেসরকারি প্রতিষ্ঠান স্টল দিয়েছে যার মাধ্যমে দেশের বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি হবে।

চাকুরী প্রত্যাশীরা তাদের জীবন বৃত্তান্ত নিয়ে এই মেলায় অংশগ্রহণ করেন এবং তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদান করেন ১৫টি প্রতিষ্ঠানের কর্মকর্তা।