lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৭ মে, ২০২৫
Last Updated 2025-05-17T05:45:01Z
রাজনীতি

জুলাই কারো বাপ দাদার সম্পত্তি না: নরসিংদীতে ভিপি নুর

Advertisement


 

হাজী জাহিদ, নরসিংদী:


 গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিলো, আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে তাদের রাজনীতির ধান্দাবাজির দোকানে পরিণত করেছিলো, আজকের জুলাই গণঅভ্যুত্থানকে ও কোন কোন ব্যক্তি, কতিপয় গোষ্ঠী তারা তাদের রাজনৈতিক ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে। 


আমরা পরিস্কার করে বলে দিতে চাই জুলাই কারো বাপ দাদার সম্পত্তি না, জুলাই কোন রাজনৈতিক দল, ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক কৃতিত্ব না। জুলাই এদেশের সকল শ্রেণি পেশার  মানুষ, আপামর জনসাধারণের লড়াই সংগ্রামের ফল। 


শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় নরসিংদী শহরের পৌর ঈদগাহ মাঠে গণঅধিকার পরিষদ নরসিংদী জেলার উদ্যোগে আয়োজিত সাম্য, মানবিক,  মর্যাদা ও ন্যায় বিচারের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


তিনি আরো বলেন, এই জুলাইয়ের আকাঙ্খা হচ্ছে এই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। এই বাংলাদেশে কোন ফ্যাসিস্ট স্বৈরশাসক তৈরী হবে না, এই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। যেই বাংলাদেশের সরকারি কর্মকর্তা, কর্মচারীরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন। যেই বাংলাদেশের জনপ্রতিনিধিরা রাতের ভোটে নির্বাচিত হবেন না, সিল মেরে নির্বাচিত হবেন না, তারা জনগণের ভোটে নির্বাচিত হবেন। সেই বাংলাদেশ বিনির্মাণেই জুলাইয়ের সংগ্রামীদের জাগ্রত থাকতে হবে। আর জুলাইয়ের নামে যারা দোকান খোলে ব্যবসা করবে তাদেরকেও প্রতিহত করতে হবে।


গণঅধিকার পরিষদ নরসিংদী জেলার সাবেক সভাপতি নান্নু মিয়ার সভাপতিত্বে গণসমাবেশে উপস্থিত ছিলেন,  গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাঁশেদ খান, মুখপাত্র ও সিনিয়র সহ- সভাপতি ফারুক হাসান, বিদুৎ,  জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন,  শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি  কাউসার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নীলা শেখ সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।