lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৯ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-09T07:51:10Z
আইন ও অপরাধ

মৌলভীবাজারে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্যসহ দুই জন আটক

Advertisement


 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে। এ সময় দুই জন চোরাকারবারিকে আটক করা হয়েছে বলে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে জেলা পুলিশ। আটককৃতরা হলেন সুনামগঞ্জ জেলার গোলাম কিবরিয়া ওরফে সুলতান (২০) এবং কক্সবাজার জেলার মো. মনির হোসাইন (৩৮)।  

প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে জেলা পুলিশ জানায়, মঙ্গলবার (৮ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মৌলভীবাজার সদর উপজেলার সরকারবাজার এলাকায় চেকপোস্ট বসায়। এসময় ডিবি একটি রেফ্রিজারেটর ভ্যানকে থামার জন্য সংকেত দিলে ওই ভ্যানের চালক ভ্যানটি নিয়ে দ্রæতগতিতে পালানোর চেষ্টা করে। এ অবস্থায় ডিবি ধাওয়া করে উপজেলার সাধুহাটি এলাকায় গোলাম কিবরিয়া ওরফে সুলতান (২০) এবং মো. মনির হোসাইন (৩৮) নামের দুই চোরাকারবারীসহ ভ্যানটিকে আটক করে। পরে ডিবি ভ্যানটি তল্লাশি করে ১৬ হাজার ১৬৪ ভারতীয় পিস ফেসক্রিম এবং ১৯২ পিস ফেসওয়াশ জব্দ করে। জব্দকৃত প্রসাধনীগুলোর বাজারমূল্য প্রায় অর্ধ কোটি টাকা। 

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা চোরাই পণ্যগুলো সিলেট সীমান্ত থেকে সংগ্রহ করে ঢাকায় পাচারের চেষ্টা করছিল বলে স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।’