lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-12T04:01:03Z
আইন ও অপরাধ

মাদারগঞ্জে নিজ দোকানের গোডাউন থেকে ইলেক্ট্রনিক্স ব্যবসায়ীর লাশ উদ্ধার: পুলিশের ধারণা আত্মহত্যা

Advertisement



 

আকন্দ সোহাগ:

জামালপুরের মাদারগঞ্জে নিজ দোকানের গোডাউন  সঞ্জয় চন্দ্র মন্ডল (৩২) নামে এক ইলেক্ট্রনিক্স ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা মোড়ে অবস্থিত সঞ্জয় এর ইলেক্ট্রনিক্স দোকানের গোডাউন থেকে তার লাশটি উদ্ধার করে মাদারগঞ্জ মডেল থানা- পুলিশ। সঞ্জয় চন্দ্র মন্ডল   জোড়খালী ইউনিয়নের বেতাগা এলাকার প্রফুল্ল চন্দ্র মন্ডলের ছেলে। সে প্রায় ১২ বছর ধরে বছর ধরে পলিশা মোড়ে মোবাইল সার্ভিসিং ও ইলেক্ট্রনিক্স মালামাল এর ব্যবসা করতেন।পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সঞ্জয় বৃহস্পতিবার ( ১০ জুলাই)  রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান। রাতের খাবার খাবারের পর রাত ১১টা ৩০ মিনিটের দিকে  দোকানে কিছু কাজ আছে বলে বাড়ি থেকে বের হন সে । এরপর রাতে ও পরেরদিন সারাদিন তার কোনো খোঁজ না পাচ্ছিলো না পরিবার। এতে পরিবারের লোকজন  খোঁজাখুঁজি  করেন। একপর্যায়ে শুক্রবার  (১১ জুলাই)  রাত আনুমানিক ১০টার দিকে তার বড় ভাই পবিত্র চন্দ্র মন্ডল সঞ্জয়ের দোকানে খোঁজ নেন।  দোকান পাশেই গোডাউনের শার্টার খুলে দেখেন ফ্যানের সাথে সঞ্জয় এর মরদেহ ঝুলছে। এসময় তার গলায় দঁড়ি দেখা যায়।  পরে পুলিশকে খবর স্থানীয়রা। পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারগঞ্জ মডেল থানায় আনে। সঞ্জয় এর বড় ভাই পবিত্র মন্ডল বলেন,গতরাত সাড়ে ১১টার দিকে আমার ছোট ভাই সঞ্জয় তার দোকানে কাজ আছে বলে বাড়ি থেকে বের হোন। রাতে বাড়ি না ফেরায় আমরা মনে করেছি সে দোকানেই ঘুমিয়েছে। পরে সকালে বাড়ি না ফেরায় তাকে কল করেছি কিন্তু সে রিসিভ করেননি। তখন আমরা ধারনা করেছি সে ঘুমাচ্ছে। দুপুর,বিকেল ও সন্ধা গড়িয়ে রাত হলে দোকানে খোঁজ নিয়ে দেখতে পাই সঞ্জয় তার দোকানের গোডাউনে রুমে ফাঁসিতে ঝুলে আছে। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ বলেন,প্রাথমিকভাবে মনে হচ্ছে সঞ্জয় আত্মহত্যা করেছে। প্রেমঘটিত কারণে আত্মহত্যা করতে পারে। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরিবারের কোন অভিযোগ না থাকায় এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হবে।