Advertisement
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার বিশিষ্ট সমাজসেবক হরেন্দ্র নাথ বকসী (মন্টু বকসী) ৯১। গত শনিবার (৬ জুলাই) দিবাগত রাতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই খবর পেয়ে শত ব্যস্ততার মাঝেও শুক্রবার (১১ জুলাই) বিকেলে ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য কে এম ওবায়দুর রহমানের কন্যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শোক সন্তপ্ত মন্টু বকসীর পরিবার-পরিজনকে সান্ত্বনা জানাতে তার বাড়ি ছুটে আসেন। এসময় তিনি প্রয়াত মন্টু বকসীর সহধর্মিণী তৃপ্তি রানী বকসীসহ পরিবারের সবার খোঁজ খবর নেন ও সমবেদনা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, মন্টু বকসীর জ্যেষ্ঠপুত্র আশীষ কুমার বকসী (বিপুল), পুত্রবধু মাধবী বকসী, কনিষ্ঠ পুত্র অসীম কুমার বকসী (টুটুল), পুত্রবধু শিপ্রা রানী বিশ্বাস, নাতি প্রত্যয় বকসী, নাতনী শর্মিষ্ঠা চৌধুরী (শিল্পী) প্রমুখ ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা রাশেদ মাতুব্বার, যুবদল নেতা এনায়েত হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।