lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১১ মে, ২০২৫
Last Updated 2025-05-11T11:26:11Z
ব্রেকিং নিউজ

দেশের সবচেয়ে উষ্ণ উপজেলা লালপুরে বিনামূল্যে খাওয়ানো হচ্ছে ঠান্ডা শরবত

Advertisement


 

নাটোর জেলা প্রতিনিধিঃ 

দেশের সবচেয়ে উষ্ণ উপজেলা নাটোরের লালপুরে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোদের তীব্রতা এতটাই প্রখর যে, অল্প কিছুক্ষণ রোদে হাঁটলেই পুরো শরীর পুড়ে যাওয়ার অবস্থা। অসহীয় এই তাপপ্রবাহ থেকে ভ্যানচালক, অটো-সিএনজি চালক, পথচারী ও বিভিন্ন শ্রমজীবী মানুষদের স্বস্তি দিতে বিনামূল্যে স্যালাইন পানি ও শরবত বিতরণ করছে বৃহত্তর আব্দুলপুর মানবিক সংগঠন।

রবিবার (১১ মে) দুপুরে উপজেলার ত্রিমোহনী চত্বরে দুই শতাধিক মানুষের তৃষ্ণা নিবারণ করেছে সংগঠনটির সদস্যরা।

এসময় ভ্যানচালক মতলেব আলী বলেন, ত্রিমোনীতে কলেজ মোড় থেকে যাত্রী নিয়ে এসেছি। তীব্র গরমে শরীর পুরো ঘামে ভিজে গেছে। রোদে মাথার পুড়ে যাচ্ছে। এখানে এসে দুই গ্লাস শরবত খেলাম। খাওয়ার পর মনে হলো জানটা ফিরে পেলাম।

আরেক ভ্যানচালক ইউনুস আলী বলেন, গরমে মনে হচ্ছে, গলা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। এর মধ্যে দেখলাম, বেশ কয়েকজন মিলে সবাইকে বিনামূল্যে শরবত খাওয়াচ্ছেন। আমিও খেয়েছি। এখন তৃষ্ণা মিটেছে।

এবিষয়ে বৃহত্তর আব্দুলপুর মানবিক সংগঠনের সাধারণ সম্পাদক কাওসার আলম সবুজ বলেন, গরমের তীব্রতায় সবার নাজেহাল অবস্থা। তাই শ্রমজীবী, পথচারী ও সাধারণ মানুষকে তীব্র গরমে একটু স্বস্তি দিতে আমরা এই উদ্যোগ নিয়েছি। যতদিন গরমের তীব্রতা অব্যহত থাকবে, ততদিন আমরা এই কার্যক্রম চলমান রাখার চেষ্টা করবো।