lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৭ মে, ২০২৫
Last Updated 2025-05-07T03:37:09Z
ব্রেকিং নিউজ

নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিদায় ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

Advertisement


 


আল আমিন হোসেন, পাবিপ্রবি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিদায় অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে কবি বন্দে আলী মিয়া মুক্ত মঞ্চে।


অনুষ্ঠানের প্রথম অংশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবদুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান এবং ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক।


বিভাগীয় চেয়ারম্যান সহকারী অধ্যাপক কামরুল হাসান কনক স্যারের অনুপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক আশরাফুজ্জামান প্রামানিক স্যার।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন ও গীতা পাঠ করা হয়। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সালমান খান নয়ন এবং মানপত্র গ্রহণ করেন বিদায়ী শিক্ষার্থী আল মোমিনুর।


আলোচনায় ছাত্র উপদেষ্টা বলেন, "পরিকল্পনাবিদরা এখন সবক্ষেত্রে কাজ করছে। দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পরিকল্পনাবিদদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।" উপ-উপাচার্য বলেন, "বিদায়ী শিক্ষার্থীরা এখন এলামনাই হলেও তারা বিশ্ববিদ্যালয় পরিবারেরই অংশ।"


এছাড়াও বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান ও বিভাগের প্রভাষক সাইমুন্নাহার রিতু।


আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের কেস দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পরে সাংস্কৃতিক সন্ধ্যায় নাচ, গান ও কবিতার পরিবেশনায় মুখর হয়ে ওঠে কবি বন্দে আলী মিয়া মুক্ত মঞ্চ।


সাংস্কৃতিক সন্ধ্যা পরিচালনা করেন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের লাবনী ভুঁইয়া ও ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. আল-আমিন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতির বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।