lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৭ মে, ২০২৫
Last Updated 2025-05-07T03:42:28Z
ব্রেকিং নিউজ

তেতুলিয়া উপজেলায় চলছে রাত্রিকালিন ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের কাজ

Advertisement


 

পঞ্চগড় প্রতিনিধি:

 পঞ্চগড়ে চলছে রাত্রিকালীন অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন ,দেশে যখন সুশাসন থাকে না তখনেই মাথা চাড়া দেয় দুষ্কৃতরা। এই ড্রেজার মেশিন কে কেন্দ্র করে ভজনপুরে আওয়ামী লীগের শাসন আমলে এক রণক্ষেত্রের সৃষ্টি হয়ে ছিল। 


এতে করে দুইজন শ্রমিকের নির্মম মৃত্যু হয়। তারপরেও কিভাবে আবারো ড্রেজার মেশিন দিয়ে রাত্রে বিভিন্ন নদ নদী থেকে পাথর উত্তোলন হচ্ছে এদের শক্তির খুঁটি কোথায় খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এমনটি জানান তেঁতুলিয়া ভজনপুর এলাকার সচেতন ও পরিবেশ বান্ধব মানুষেরা।


বেকার শ্রমিকদের কর্মসংস্থান না থাকায় সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের কথা থাকলেও পাথর খেকো'রা নেট লাগিয়ে ড্রেজার মেশিনের পাইপ দিয়ে পাথর উত্তোলন করতে দেখা গেছে। 


এছাড়াও রাত ৮ টার সময় তেতুলিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও শ্রমিক নেতা সভাপতি মুক্তারুল হক (মুকু), তার সহকর্মীদের সাথে নিয়ে ডাহুক নদী থেকে  ড্রজার মেশিন চালকদের ধাওয়া করে দেশীয় অস্ত্রসহ ড্রেজার মেশিন জব্দ করে। 


কিন্তু ভাবার বিষয় তারপরেও রাত্রিকালীন ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধ হচ্ছে না। এভাবে চলতে থাকলে পরিবেশ বিদের গবেষণা অনুযায়ী পঞ্চগড় তেতুলিয়া উপজেলা প্রায় ৩০ ফুট গভীরে তলিয়ে যাবে বলে ধারণা করছেন পরিবেশ গবেষকরা। 


এছাড়াও সারেজমিনে গিয়ে দেখা গেছে ফসলি জমির বুক চিরে ওরা পাথর উত্তোলন করছে এতে করে কমে আসছে ফসলি জমির পরিমাণ। 


এ বিষয়ে পঞ্চগড় সহ তেঁতুলিয়া উপজেলার সচেতন মহলের মানুষ পঞ্চগড় জেলা প্রশাসক মহোদয়ের সুদৃষ্টি কামনা করছেন।