lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৫ মে, ২০২৫
Last Updated 2025-05-25T02:31:19Z
আত্মহত্যা

বেনাপোলে গলায় ওরনা পেঁচিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

Advertisement


 

বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামে মিথিলা নামে অষ্টম শ্রেণীর ছাত্রী মৃত্যু হয়েছে।



 নিহত মিথিলা বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর গ্রামের মৃত মনিরুল শেখের মেয়ে।



 শনিবার ২৪শে মে দুপুর ১ টার দিকে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে শফি নামে একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন নিহত মিথিলা।  বাড়িতে বসবাসকালীন পারিবারিক সমস্যার কারণে মায়ের সাথে অভিমান করে নিজ ঘরে আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন, পরবর্তীতে তার বোন টের পেয়ে ও স্থানীয় লোকজনসহ নিহত মিথিলার মাকে ডেকে আনেন তারপরে তার মা দা দিয়ে ওড়না কেটে নিচে নামান। পরবর্তীতে চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে  তাকে মৃত ঘোষণা করেন। 



 এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি রাসেল মিয়া বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে লাশ উদ্ধার করেছে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।