lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৫ মে, ২০২৫
Last Updated 2025-05-25T02:37:54Z
ব্রেকিং নিউজ

ডোমারের চিলাহাটিতে বধ্যভূমি,স্মৃতিস্তম্ভের নির্মাণাধীন প্রাচীর পরিদর্শনে প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম

Advertisement


 

মোসাদ্দেকুর রহমান সাজু,ডোমার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটির বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভে প্রাচীর নির্মান কাজের পরিদর্শনে আসেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম।


শনিবার ২৪ মে দুপুরে চিলাহাটিতে নির্মিতব্য বধ্যভূমিতে স্মৃতিচারণ করেন এবং প্রাচীর নির্মাণের চিত্র সরেজমিনে পরিদর্শন করেন জাহাঙ্গীর আলম। 

যুগ্মসচিবের পরিদর্শন কালে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক শায়লা সাঈদ তম্বী, উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু প্রমুখ।

এছাড়াও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভোগডাবুড়ী ইউনিয়ন কমান্ড এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অত্র এলাকার যে সকল মুক্তিযোদ্ধাবৃন্দ শহীদ হয়েছেন তাদের স্মৃতিচারণে বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।

উক্ত নির্মাণ প্রকল্পের ঠিকাদার কর্তৃক নির্মিতব্য কাজের ব্যাপক অসঙ্গতি ও অপরিচ্ছন্ন কাজের ভুলত্রুটি গুলো পরিদর্শন টিমের কাছে তুলে ধরেন উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু।

এসময় পরিদর্শনে আসা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম সেই ভুলত্রুটি গুলো অতি স্বল্প সময়ের মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে সংশোধন করার নির্দেশনা প্রদান করেন।