Advertisement
নুরুল করিম (মহেশখালী) মহেশখালী:
কক্সবাজার জেলার মহেশখালীতে আওয়ামী লীগ নেতা-কর্মি'সহ ৬জনকে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ। আটকের পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাশকতা মামলা'সহ একাধিক মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন..উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও হোয়ানক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম। মহেশখালী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মাতারবাড়ীর ইউপির ছাত্রলীগ নেতা সাদ্দাম ও কালারমারছড়া ইউপি আওয়ামীলীগ নেতা আহমদুর রহমান
উল্লেখ্য, বিগত ২০২৩ সালের (১৫ নভেম্বর) কালারমারছড়া মাঠে আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দিয়েছিলেন ফরিদু আলম। হুমকি দেওয়া তার বক্তব্যের ২৮ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
মহেশখালী থানার ইনচার্জ ওসি মঞ্জুরুল হক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা'সহ একাধিক মামলা রয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হবে।