lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-12T03:43:03Z
ব্রেকিং নিউজ

সালথায় প্রয়াত সিদ্ধেশ্বর সাহার সহধর্মিণীর মৃত্যুতে ছুটে আসলেন শামা ওবায়েদ

Advertisement


 


বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় সাবেক বিএনপি নেতা প্রয়াত সিদ্ধেশ্বর সাহার সহধর্মিণীর মৃত্যুতে তাদের বাড়িতে ছুটে আসলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। আজ শুক্রবার (১১ জুলাই) বিকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শোক সন্তপ্ত সিদ্ধেশ্বর সাহার পরিবার ও পরিজনকে সমবেদনা জানাতে তার বাড়ি পরিদর্শন করেন। তিনি প্রয়াত সিদ্ধিশ্বর সাহার ছেলে সমির সাহাসহ পরিবারের সবার খোঁজ খবর নেন।


এসময় উপস্থিত ছিলেন, সাবেক সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম-সাধারণ খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক তৈয়বুর রহমান মাসুদ সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


এসময় শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, 'আপনারা জনগণের পাশে থাকেন, জনগণের সেবায় থাকেন। এই যে দখলবাজি, এই যে জমি দখল, এই দখল-সেই দখল, বালুঘাট দখল, এগুলো থেকে দূরে থাকতে হবে। এগুলো যদি করেন দলের বদনাম হবে। সেই বদনাম আমি আমার ঘাড়ে নিব না। দলও দলের ঘাড়ে নিবে না। এটা আমার পরিষ্কার কথা।'



তিনি আরও বলেন, 'অন্যায়কে আমি প্রশ্রয় দিব না, 'দেশনেত্রী বেগম খালেদা জিয়াও প্রশ্রয় দেননা, তারেক রহমানও প্রশ্রয় দেয় না, বিএনপিও প্রশ্রয় দেয় না।' সুতরাং, যে অন্যায় করবেন সে নিজ দায়িত্বে করবেন। প্রশাসনকে আমার বলা আছে, সালথা উপজেলায় ও নগরকান্দা উপজেলার প্রশাসনকে আমি অনুরোধ করেছি যে, আমরা এখন বিএনপি সরকারে নেই। এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে। আমরা যদি বিএনপির কোন নেতা ও কর্মী কোন অনৈতিক কাজ জড়িত হয়। সে যদি আমার কাছের লোকও হয়, বিএনপি'র কাছের লোকও হয়, তাকে আইনের আওতায় আনবেন। এটা আমার পরিষ্কার কথা।'