lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২ মে, ২০২৫
Last Updated 2025-05-02T09:44:07Z
ব্রেকিং নিউজ

সুব্যবস্থাপনা ও নিরাপত্তায় প্রশংসিত পাবিপ্রবির গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজন

Advertisement


 

আল আমিন হোসেন, পাবিপ্রবি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) গুচ্ছভুক্ত সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিট তথা মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা সুষ্ঠু, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (০২ মে) সকাল ১১টায় পরীক্ষা শুরু হলেও শিক্ষার্থীদের সকাল ৯:৩০টা থেকেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়। পরীক্ষাকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসজুড়ে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রোভার স্কাউট, গ্রিন ভয়েস, জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাবনা শহর, বিভিন্ন জেলা ছাত্র সমিতিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় কাজ করেন।


বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অভিভাবকদের জন্য নির্ধারিত স্থানে বসার সুব্যবস্থা, সুপেয় পানি, স্যালাইন ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়। রাজশাহী থেকে আগত এক অভিভাবক জানান, “অভিভাবকদের জন্য এমন সুন্দর ব্যবস্থাপনায় আমরা খুবই কৃতজ্ঞ। প্রশাসনের প্রতি ধন্যবাদ জানাই।”


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল আওয়াল, উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান, প্রক্টর, ছাত্র উপদেষ্টা এবং বিভিন্ন অনুষদের ডিনরা পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।


পরীক্ষা শেষে এক প্রেস ব্রিফিংয়ে উপাচার্য বলেন, “সারাদেশে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রায় ৭২ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছে। পাবিপ্রবিতে অংশগ্রহণ করেছে ৫ হাজারেরও বেশি পরীক্ষার্থী। উপস্থিতির হার ৯০ থেকে ৯৫ শতাংশের মধ্যে ছিল। এখন পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।”


পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান, প্রশ্ন ছিল মানসম্মত ও পরীক্ষার পরিবেশ ছিল ভালো। তবে তারা বলেন, “ইংরেজি অংশটি তুলনামূলকভাবে কঠিন ছিল।” উত্তরবঙ্গের রাজশাহী, নওগাঁ, নাটোরসহ বিভিন্ন জেলা থেকে আগত অধিকাংশ শিক্ষার্থী মাইক্রোবাস ও বড় বাসে আসায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলাদা পার্কিংয়ের ব্যবস্থাও করে।


বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়।