Advertisement
বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’ এ প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর বাঘায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি বাঘা উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারের সভাপতিত্বে প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মনসুর আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন,আইসিটি অফিসার এস এম জি আজম, সিএনজি শ্রমীক সদস্য পিন্টূ, বাঘা পুরাতন বাসষ্ট্যান্ড শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন,বাঘা কুলি সমিতির সভাপতি,ফার্নচার কমিটির সভাপতি প্রমুখ বক্তব্য দেন।
শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় মে দিবসের তাৎপর্য তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের প্রতীক। শ্রমিকদের ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।