Advertisement
ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:
মৌলভীবাজারে বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ রাজিব হোসেন (২৫) ও জাকির হোসেন (২৩) নামের দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ মে) রাতে সদর থানার আওতাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে শেরপুর বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সূত্রে ভিত্তিতে খবর পেয়ে শেরপুর পুলিশ ফাঁড়ির একটি দল শেরপুর বাজার এলাকা থেকে মাতক কারবারী রাজিব ও জাকিরকে আটক করে। এ সময় আটককৃতদের হেফাজতে থাকা দুটি নীল রঙের প্লাস্টিকের ব্যাগের ভেতরে রক্ষিত ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। আটকৃতরা হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার রাজবাড়ী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।