রবিবার 6 জুলাই 2025

lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
Last Updated 2025-05-27T14:48:57Z
গ্রেফতারমাদক

বাঘায় পুলিশের নিয়মিত অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ৪


 

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় নিয়মিত অভিযানে ৫০ পিস ইয়াবা ও ২০০গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করে বাঘা থানা পুলিশ। সোমবার (২৬ মে) বাঘা উপজেলার আড়ানি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


Advertisement

থানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানাধীন আড়ানি চকসিংগা এলাকায় অভিযান চালিয়ে চকসিংগা গ্রামের নিমাই মন্ডলের ছেলে শ্রী সুমন মন্ডল(২৫),জফির উদ্দিনের ছেলে   জুয়েল মাহমুদ জিয়া (৪৪) দ্বয়কে ২০০ গ্রাম গাঁজাসহ এবং আড়ানি ঝিনা এলাকা


থেকে ঝিনা সরদারপাড়া(নুর নগর) গ্রামের আলম হোসেনের ছেলে টনি ইসলাম(১৯) ও আইনের সাথে সংঘাতে জড়িত খাগড়বাড়িয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে মৃদুল(১৭) দ্বয়ের কাছ থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে


বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) আ ফ ম আসাদুজ্জামান আসাদ জানান,মঙ্গলবার(২৭মে) সকালে আসামীদ্বয়ের বিরুদ্ধে দুটি মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।