Advertisement
দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার ৯নং সুরমা ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী সাইডিংঘাট। তিনটি ইউনিয়নের একমাত্র যোগাযোগস্থল উক্ত সাইডিংঘাট দিয়ে।
এখানে রয়েছে ১টি প্রাইমারি স্কুল, ১টি মার্কেট, ৩টি সমিল, ৩টি অটো রাইছ মিল, ১টি কবরস্থান, ২০টি ব্যাবসা প্রতিষ্ঠান। সরজমিনে গিয়ে দেখা যায় নদী ভাংগনের ভয়াবহ চিত্র। এমন ভাবে নদী ভাংগন শুরু হয়েছে নেই কোন দোকান মালিকদের নিরাপত্তা। ব্যাবসা প্রতিষ্ঠান দুএক দিনের মধ্যে নদী গর্ভে চলে যাবে।বিশেষ করে তিনটি ইউনিয়নের যোগাযোগের রাস্তা সাইডিংঘাট দিয়ে। ভাংগনের সম্মুখীন উক্ত রাস্তা। ব্যবসায়ীবৃন্দ ও সচেতন মহল দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার বরাবর নদী ভাংগনের কবল থেকে রক্ষার জন্য লিখিত দাবী জানিয়েছেন।
ব্যবসায়ীর মধ্যে উপস্তিত ছিলেন, সাবেক মেম্বার তাজির উদ্দিন, রানা, মিয়া শাহিন, মিয়া লিটন, মিয়া রকি, বাবুল, শাবরাজ মিয়া, জাবেদ, মঈনুল, ইসলাম লায়েক, এমরাজ মিয়া, কবির আহমদ, ফয়সল, জুলহাস, রোকন প্রমুখ।