lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
Last Updated 2025-05-08T06:17:32Z
ব্রেকিং নিউজ

দোয়ারাবাজারে রাস্তা সংস্কার কাজের উদ্ভোধন

Advertisement


 

নুরুজ্জামান, দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি:

সুনামগঞ্জ  জেলার দোয়ারাবাজার উপজেলার  সুরমা ইউনিয়নের, ৯ নং ওয়ার্ডের দোয়ারা বোগলা বরকত নগর সরকারি  প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অধীনে ৫০০ মিটার এইচ,  বি, বি,  করণ কাজের শুভ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ।  ৪২,৫০,০০০/টাকায়  এই কাজটি শুরু করলেন্ ইতিমধ্যে এই রাস্তায় আরেকটি বক্স  কালবাট নির্মাণ করে জনসাধারণের চলাচলের সুবিধা প্রদান করা হয়।

 আশাবাদ ব্যক্ত করেন  প্রিয় বরকত নগর এবং গুজাউড়া গ্রামবাসীর বর্ষাকালীন দুর্ভোগ অনেকটা   লাঘব হবে। এসময় ছিলেন সিরাজুল ইসলাম,রিয়াছদ আলি,আবজাল হোসেন, প্রমুখ।