lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৫ মে, ২০২৫
Last Updated 2025-05-25T02:44:36Z
ব্রেকিং নিউজ

পলাশবাড়ীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু এলাকায় শোকের ছায়া

Advertisement


 


আশরাফুল ইসলাম, গাইবান্ধা ::

গাইবান্ধার পলাশবাড়ীতে পরিবারের অসাবধানতায় ধান ক্ষেতের পুকুরের পানিতে ডুবে দুই শিশু আবিদ (৭) এবং লাবিব'র (৮) করুণ মৃত্যু ঘটেছে।


স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,২৪ মে শনিবার দুপুর ২টায় পলাশবাড়ী পৌরশহরের বৈরীহরিণমারী গ্রামের ধানক্ষেত অভ্যন্তরে পুকুরের পানিতে পড়ে এ দুই শিশু মারা যান।আবিদ ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং লাবিব একই গ্রামের আব্দুল আজিজের ছেলে।


ওই দুই শিশু পারিবারিক অসাবধানতায় তাদের বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসমান কলাগাছের ভেলায় চড়ে তারা খেলা করছিল। এসময় ভেলা থেকে পড়ে পানিতে ডুবে গিয়ে তারা নিখোঁজ হয়। সাঁতার না জানায় তারা আর ভেলায় উঠতে পারেনি।এদিকে ; পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে সন্ধান করেও তাদের খুঁজে পেতে ব্যর্থ হন। অবশেষে দুপুর আড়াইটার দিকে পুকুরে ভাসমান অবস্থায় শিশু দু'টির মরদেহ উদ্ধার করেন অভিভাবকরা। 


থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।