lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-20T16:18:19Z
আইন ও আদালত

রামগড়ে দুই কোচিং সেন্টারকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

Advertisement


 


মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

সারা দেশব্যাপী চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। সেই নির্দেশনা অমান্য করে খাগড়াছড়ির রামগড়ে কোচিং সেন্টার খোলা রাখায় কোচিং সেন্টারের দুই পরিচালককে পৃথক দুই মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।



রবিবার (২০ এপ্রিল) সকালে রামগড় পৌরসভার মাষ্টারপাড়া এলাকায় কোচিং সেন্টারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন।



এ বিষয়ে তিনি বলেন, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে সবধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সরকারী নির্দেশনা রয়েছে। নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখায় 'স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯' অনুযায়ী পৃথক দুই মামলায় ২৫ হাজর টাকা করে দুই জনকে  ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। 



এছাড়া কোচিং সেন্টার সমূহ বন্ধ করে দেয়া হয় এবং পরীক্ষা চলাকালীন সময়ে খোলা না রাখার জন্য সতর্ক করা হয়।



উল্লেখ্য, চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা শুষ্ঠু, নকল মুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গত ১০ এপ্রিল থেকে ১৩ মে ৩৪ দিন পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।