lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-20T16:15:12Z
অগ্নিকাণ্ড

গভীর রাতে রামগড়ে দুই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই

Advertisement


 

মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ 

খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের বলিপাড়া ও লামকুপাড়া এলাকায় এক রাতে দুই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে । এতে দুই পরিবারের অন্তত ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।



রবিবার (২০ এপ্রিল) রাত ২টার পরে রামগড় ইউনিয়নের বলিপাড়ায় ওমর ফারুকের বসতঘর ও ভোর ৪ টার পরে লামকুপাড়া আবুল হোসেনের রান্না ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


 


স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই ফারুকের বসতঘর সহ রান্নাঘর পুড়ে যায়। ঘরে থাকা চাল-ডাল, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র কোনোটিই বের করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নি কাণ্ডের সূত্রপাত হয়েছে।



এদিকে, ভোর রাতে লামকুপাড়া এলাকার আবুল হোসেন সওদাগরের রান্নাঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে স্থানিয়রা আগুন নিয়ন্ত্রণে আনায় বসতঘরটি রক্ষা পায়। তবে তার রান্নাঘরে আগুন লাগার কারণ জানা যায়নি।


 

রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশান্তর বিকাশ বড়ুয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।