lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-30T02:55:39Z
জাতীয়

পঞ্চগড়ে প্রশাসনের নাকের ডগায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে চলছে পাথর লুটপাট

Advertisement


 

পঞ্চগড় প্রতিনিধি: 

পঞ্চগড় সদর ও তেতুলিয়া উপজেলা জুড়ে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে দিনরাত চলছে সমতল ভূমির পাথর উত্তোলন। দেখলে মনে হবে এ যেন এক মগের মুল্লুক। সরকারি অনুমতি বিহীন এসব পাথর উত্তোলন হচ্ছে যেসব স্থানে। পঞ্চগড় সদরের ধাক্কা মারা এলাকার দরুয়া পাড়া, হাফিজা বাদ ছিটমহল, অমর খানা ইউনিয়ন তালমা নদী ও তার আশপাশ, সাত মেরা এলাকার চাওয়াই নদী ও তার আশপাশ, ভজনপুর দেবনগর এলাকার লেনকো ও করতোয়া সোলার কোম্পানি এর জমি থেকে, ভজনপুর খুটা পাখুরি সীমান্ত এলাকার করতোয়া নদী, ঝালেঙ্গী, ভোট্টুজত, বাঁশবাড়ি, কীর্তন পাড়া, ময়নাগুড়ি, ভদ্রেশ্বর, শাও নদীর সহ, এমনকি ভজনপুরে  বাসস্থানের আশপাশ ও ফসলি জমির বুক চিরেও  অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করছে এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা। পরিবেশবিদদের  সূত্র মতে জানা গেছে এভাবে পাথর উত্তোলন  চলতে থাকলে তীব্র ভূমিকম্পে তলিয়ে যেতে পারে তেঁতুলিয়া ভজনপুর সহ পঞ্চগড় জেলা এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এর সাথে নিষিদ্ধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমাদের সাধ্য মত চেষ্টা করছি ড্রেজার মেশিন বন্ধের জন্য।  নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন তেঁতুলিয়া উপজেলার প্রভাবশালী ও প্রতাপশালী চক্রের কিছু ব্যক্তির নেতৃত্বে এসব ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের  সাহস পাচ্ছে।