Advertisement
মৌলভীবাজার প্রতিবেদক:
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পাঁচ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রæপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মহসিন মিয়া মধু।
দৈনিক আমার দেশ পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি গোলাম কিবরিয়া জুয়েলের সভাপতিত্বে ও ছাত্র মজলিস নেতা মাহমুদুল হাসান নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার প্রতিবেদক ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খোলা কাগজের মৌলভীবাজার প্রতিনিধি লেখক এহসান বিন মুজাহির, আরপি নিউজ ডটকমের সম্পাদক লেখক ও সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. মোজাহিদুল ইসলাম, মো. শাহজাহান প্রমুখ।
উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আব্দুল জব্বার আজাদ, দৈনিক কালের কণ্ঠের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এম ও রকিবসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও আমার দেশ পাঠকমেলার সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের দোসর মেঘনা গ্রæপের চেয়ারম্যান মোস্তফা কামালের নানা অপকর্মের চিত্র তুলে ধরায় আমার দেশ পত্রিকার সাহসী সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। এ মামলা অবিলম্বে প্রত্যাহারসহ মেঘনা গ্রæপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিচারের দাবি জানাচ্ছি।’