lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৫ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-15T16:18:20Z
আইন ও আদালত

ঝিনাইগাতীতে রমজান উপলক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা উপজেলা প্রশাসন

Advertisement


 


মো: আরিফুল ইসলাম, শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতীতে শনিবার মাহে রমজান উপলক্ষে শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।


উপজেলার সদর বাজারে বিকালে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল উপজেলা আইন শৃঙ্খলা সভায় সিদ্ধান্ত মোতাবেক এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।


এ সময় দুইটি মিষ্টির দোকানে অপরিস্কার ও খাদ্যের গুনগত মান না থাকায় ৫ হাজার টাকা, ইফতারির দোকানে অপরিস্কারভাবে খাদ্য বিক্রির দায়ে দুই জনের নিকট ১ হাজার টাকা ও তরমুজ ব্যবসায়ীর দোকানে মূল্যের তালিকা না রাখার দায়ে ৫শ টাকা ভোক্তা অধিকার আইনে জরিমানা আদায় করা হয়েছে।


সয়াবিন তৈল ন্যায্য মূল্যে বিক্রির জন্যে সতর্ক করেন ব্যবসায়ীদেরকে। মাহে রমজান উপলক্ষে ব্যবসায়িদেরকে সততার সাথে পরিস্কার পরিচ্ছন্নতা রেখে খাদ্য বিক্রি ও বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রেখে জনস্বার্থে ব্যবসা করার জন্যে সতর্ক করে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।