স্টাফ রিপোর্টারঃ
পাবনার ঈশ্বরদীতে আন্ত উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন ঈশ্বরদী'র আয়োজনে বৃত্তি পরীক্ষা ২০২৪ খ্রি: অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টায় ঈশ্বরদী মহিলা কলেজ কেন্দ্রে এ্যাসোসিয়েশন'র ২৭ টি কিন্ডারগার্টেন স্কুলের মোট ৫৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে।কিন্ডারগার্টেন'র প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত ছাত্রছাত্রীরা এই বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
Advertisement
ঈশ্বরদী উপজেলা প্রসাশন'র সার্বিক সহযোগীতায় ও আন্ত উপজেলা কিন্ডারগার্টেন ঈশ্বরদী'র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাইদ'র ব্যাবস্থাপনায় বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, ঈশ্বরদী মহিলা ডিগ্রি ও অনার্স কলেজ'র সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, আন্ত উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন ঈশ্বরদী'র সভাপতি ও কেন্দ্র সচিব রিয়াজুল করিম,এ্যাসোসিয়েশন'র সহ-সাধারণ সম্পাদক সেলিম রেজা খাঁন, সাংগঠনিক সম্পাদক আবু হেনা,পরীক্ষা বিষয়ক সম্পাদক আফসার আলী,শিক্ষা বিষয়ক সম্পাদক নওবোন লিটন, সদস্য, শাহজাহান আলী, ইয়াসমিন আক্তার এনা, তোফায়েল আহমেদ,ফিরোজুল ইসলামসহ বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক, প্রধানশিক্ষক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।