lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২১ মে, ২০২৫
Last Updated 2025-05-21T11:58:07Z
শিক্ষা

মাধবদী মহাবিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ১৪ জন প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

Advertisement


 

মুহাম্মাদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মাধবদী মহাবিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ১৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্য থেকে ৩ জন প্রার্থী বিজয় লাভ করবে। বহু বছর পর কলেজটিতে আবারও উৎসব মুখর পরিবেশে নির্বাচনের আশা করছে শিক্ষার্থী,  শিক্ষক ও অভিভাবক সমাজ। এর আগে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নির্বাচনের রিটার্নিং অফিসার কামাল আহাম্মেদ এবং নির্বাচন কমিশনারের যৌথ স্বাক্ষরে গত ১৪ মে ২০২৫ তারিখে এই নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়।

তফসিল অনুযায়ী, আগামী ৪ জুন ২০২৫ (বুধবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী কার্যক্রমের সময়সূচি অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৭ মে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২০ মে, মনোনয়ন পত্র বিতরণ ২১ মে, মনোনয়ন পত্র দাখিল ২২ মে, মনোনয়ন পত্র বাছাই ২৪ মে, মনোনয়ন পত্র প্রত্যাহার ২৫ মে, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৬ মে, নির্বাচন অনুষ্ঠান ৪ জুন এবং ভোট গণনা ও ফলাফল প্রকাশ একই দিনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, প্রতি কপি মনোনয়ন পত্র, ভোটার তালিকা ও তফসিলসহ এক সেটের মূল্য ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা নির্ধারণ করা হয়েছে।