lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
Last Updated 2024-03-26T11:36:59Z
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা

নানা কর্মসূচির মধ্য দিয়ে চরভদ্রাসনে মহান স্বাধীনতা দিবস পালিত

Advertisement


 

মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন(ফরিদপুর)সংবাদদাতা:    যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে ফরিদপুর জেলার চরভদ্রাসনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।

দিবসটি ঘিরে (২৬ মার্চ) মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলা সদরের মধ্য বিএসডাঙ্গী গ্রামে অবস্থিত স্বাধীনতা ভাস্কর্যে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। 

এরপর উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, চরভদ্রাসন থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বাধীনতা ভাস্কর্যে পুস্পস্তর্বক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্য চলচ্চিত্র প্রদর্শন, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী, শিশু কিশোরদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন।