lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
Last Updated 2024-03-26T11:31:48Z
স্বাধীনতা দিবস

গাবতলীতে আদিবাসী পরিষদের পক্ষ থেকে শহীদদের স্মরনে পুষ্পস্তবক অর্পন

Advertisement


 


গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ 

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। বাঙালী জাতি প্রতি বছর এই দিন খুব স্মরনীয় করে রাখে। ২৬ মার্চ ১২.০১ মিনিটে দেশের সকল সরকারী বেসরকারী অফিস অদালত শহীদদের স্মরনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। বগুড়া গাবতলী উপজেলার আদিবাসী পরিষদের পক্ষ থেকে শহীদদের স্মরন করে গাবতলী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন সভাপতি প্রভাত চন্দ্র মালো, সাধারণ সম্পাদক সয়ন চন্দ্র, সাংগঠনিক সম্পাদক নিখিল চন্দ্র বর্মণ, সহ সভাপতি মনিলাল রবিদাস, মনি চন্দ্র মালো, দপ্তর সম্পাদক শ্রী নয়ন রাজভর, কোষাধ্যক্ষ নিরঞ্জন, আরো উপস্থিত ছিলেন দীলিপ চন্দ্র রাজভর, অধির মালো, সুকুমার রায়, লিটন রায়, স্বপন রবিদাস, পিন্টু রাজভর প্রমুখ।