lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২৩ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-23T07:44:16Z
শিক্ষা

পাবিপ্রবিতে পাস্ট বিজনেস ক্লাবের ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Advertisement


 

আল আমিন হোসেন, পাবিপ্রবি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) অন্যতম গতিশীল ও সহ-পাঠ্যক্রমিক ছাত্র সংগঠন PUST Business Club ২০২৫-২৬ সেশনের জন্য তাদের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এই কমিটি ১৬ জুলাই, ২০২৫ তারিখে গঠিত এবং অনুমোদিত হয়।


নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাসিবুর রহমান (১৩তম ব্যাচ) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেওয়ান তানভীর আহমেদ (১৪তম ব্যাচ)। এছাড়াও সহ-সভাপতি হিসেবে জান্নাতুল রায়ান, জিন্নাহ সরকার ও তাহমিদুর রহমান (সকলেই ১৩তম ব্যাচ) দায়িত্ব পালন করবেন। কমিটিতে আরও আছেন অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে মো. রাশিদুল ইসলাম (১৩তম ব্যাচ), জয়েন্ট জেনারেল সেক্রেটারি হিসেবে মো. রাকিব হোসেন ও নুসরাত জাহান (১৪তম ব্যাচ)।


এই পূর্ণাঙ্গ কমিটি ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসিবুর রহমান এবং ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান কর্তৃক অনুমোদিত হয়েছে।


PUST Business Club ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম, নেতৃত্বের বিকাশ, উদ্যোক্তা মনোভাব ও গবেষণাভিত্তিক দক্ষতা অর্জনে অনুপ্রাণিত করে আসছে। “Engage, Inspire, Thrive”—এই মূলমন্ত্রকে ধারণ করে নতুন কমিটিও শিক্ষার্থীদের সম্ভাবনার দিগন্তকে আরও প্রসারিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।


কমিটিতে বিভিন্ন দায়িত্বে থাকা সদস্যদের তালিকা তিনটি আলাদা পেইজে প্রকাশ করা হয়েছে, যেখানে অফিস, ইভেন্ট, এইচআর, মিডিয়া, স্পনসরশিপ, এডিটোরিয়াল, ভলান্টিয়ার এবং এক্সিকিউটিভ টিমের প্রতিনিধিদের নাম ও ব্যাচ উল্লেখ করা হয়েছে।


নতুন এই কমিটির কার্যক্রমে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সৃজনশীল উদ্যোগ প্রত্যাশা করছে ক্লাবের নেতৃত্ব।