lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
Last Updated 2024-03-26T13:18:10Z
জমি দখল

রায়গঞ্জে মুক্তিযোদ্ধার জমি জোরপূর্বক দখলের অভিযোগ

Advertisement


 

রায়গঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে মুক্তিযোদ্ধার জমি জোরপূর্বক দখলের চেষ্টা  করে আসছে ধামাই নগর ইউনিয়নের আন্দ্রা গ্রামের মোঃ আহসান হাবীব সোহেল(৪৬) ও তার সহযোগীরা। জানা যায় সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বড়হর গ্রামে মোঃ মিজানুর রহমান জুয়েল (৪৫) পিতাঃ আলহাজ্ব আব্দুল জব্বার সরকার রায়গঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগে জানা যায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল জব্বার সরকার এর   নিম্ন তফশীল বর্ণিত  সম্পত্তি বিগত ১৯৯১ সালে ক্রয় সূত্রে প্রাপ্ত হইয়া প্রায় ৩২ বছর যাবৎ খাজনা খারিজ প্রদান  করিয়া ভোগ দখল করে আসছে। এমতাঅবস্থায় বিবাদী -১। মোঃ আহসান হাবীব সোহেল (৪৬) পিতাঃ মোঃ নজরুল ইসলাম,  ২। মোহাম্মদ নাজমুল হোসেন (৩৮), পিতাঃ মোঃ নজিবর রহমান, ৩। মোঃ আব্দুল মজিদ মজনু (৫৫) পিতাঃ মৃতঃ তোজাম্মল হক, ৪।মোঃ আব্দুল জব্বার (৩৩) পিতাঃ মৃত কছিম উদ্দিন সর্ব সাং আন্দ্রা, থানাঃ রায়গঞ্জ জেলা সিরাজগঞ্জ গন সহ অজ্ঞাতনামা ২/৩ জন বিবাদী দীর্ঘদিন যাবত উক্ত সম্পত্তি বেদখলর চেষ্টা করিয়া আসতেছে। এমতাঅবস্থায় ১৫/০১/২০২৪ইং তারিখ রোজঃ সোমবার সকাল অনুমান ৯. ৩০ মিনিটের সময়  ১নং সাক্ষীর তফশীল বর্ণিত সম্পত্তিতে আসিয়া ১ নং সাক্ষীর হালচাষের কাজে বাধা প্রদান করে। ১নং সাক্ষী বিবাদীদের হালচাষের কাজে বাধা দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে বিবাদীগণ ১নং সাক্ষীর উপর ক্ষিপ্ত হইয়া ওঠে ১নং সাক্ষী কে অকথ্য ভাষায় গালিগালাজ সহ দেশীয় অস্ত্র দিয়ে যখম করিবে বলে হুমকি প্রদান করে। এবং ১নং সাক্ষীর তফশীল বর্ণিত সম্পত্তিতে গভীর রাতে আসিয়া জোরপূর্বক ধানের চারা রোপন করে। এই বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জনাব মোঃ হারুনুর রশিদ মহাদয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগের উভয়পক্ষকে  কাগজপত্র সহ থানায় ডেকে কাগজপত্র পর্যালোচনা করার পরে কাগজপত্র জটিলতা থাকায় কোন সিদ্ধান্ত দিতে না পারায় উল্লেখিত পক্ষকে  বিজ্ঞ আদালতে আশ্রয় গ্রহণ করিয়া আইনানক  ব্যবস্থা গ্রহণ করিবার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে।