lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
Last Updated 2024-03-26T13:22:29Z
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা

পাটগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

Advertisement


 


আর জে নুরনবী ইসলাম রাজ, লালমনিরহাট:


লালমনিরহাট জেলা পাটগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সাহেব ডাঙ্গা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতার শ্বেত পায়রা, বেলুন উড়িয়ে কুচকাওয়াজ ও ডিস-প্লে, বীর মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা সহ নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৬টায় পাটগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের কর্মসূচি শুভ সূচনা হয়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। পরে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।

কুজকাওয়াজে অংশগ্রহণ করেন পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বিএনসিসি, রোভার স্কাউট ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল।


এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল ওয়াজেদ , পৌর মেয়র রাশিদুল ইসলাম সুইট, পাটগ্রাম থানা অফিসার্স ইনচার্জ আবু সাঈদ চৌধুরী , উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন লিপু, মহিলা ভাইস চেয়ারম্যান লফিতা আক্তার, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা সালাউজ্জামান ফারুক,  বিশিষ্ট ব্যবসায়ী জাহেদুল ইসলাম সোহেল  , উপজেলা প্রকৌশলী অফিসার মাহবুব উল আলম,যুব মহিলা লীগের সভাপতি তানিয়া মির্জা, সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,শিক্ষক ও  সাংবাদিকবৃন্দ।