lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-17T12:44:41Z
ব্রেকিং নিউজ

বেনাপোলে ২ কোটি টাকা মূল্যের ২০টি স্বর্ণের বার সহ আটক ১

Advertisement


 

জহিরুল ইসলাম, যশোর সংবাদদাতা:-

যশোরের শার্শা উপজেলায় বেনাপোলের পুটখালী সীমান্তে ভারতে পাচারের সময় ২ কেজি ৩৬০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


শনিবার  (১৬ ডিসেম্বর) আনুমানিক রাত ১০টার সময় পুটখালী গ্রামের পশ্চিমপাড়া থেকে তাকে আটক করা হয়।আটককৃত ব্যক্তির নাম আতিয়ার রহমান (৫৫)। তিনি পুটখালী গ্রামের মোহর আলীর ছেলে।


বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচার হবে- এমন গোপন খবরের ভিত্তিতে বিজিবির একটি দল ওই সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় বাইসাইকেলে সীমান্তের দিকে আসা আতিয়ারকে থামিয়ে তার দেহতল্লাশি করে ২০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ২ কোটি ১৩ লাখ টাকা।


খুলনা-২১ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশীদ আনোয়ার (পিএসসি) জানান, জব্দ করা স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে। আটককৃত পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।