lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-17T12:48:20Z
রাজনীতি

ধামইরহাট-পত্নীতলা আসনে প্রার্থীতা প্রত্যাহার করলো জাকের পার্টির রেজুয়ান ফারুক

Advertisement


 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:-

নওগাঁ-২ আসনের (ধামইরহাট-পত্নীতলা)মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জাকের পার্টি মনোনীত এম.পি পদপ্রার্থী। ১৭ ডিসেম্বর (রবিবার) দুপুর ১ টার পর নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্ণিং অফিসারের নিকট জাকের পার্টি মনোনীত প্রার্থী এস.জে.এম রেজুয়ান ফারুক তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন। রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসক গোলাম মওলা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রার্থীতা প্রত্যাহার করা প্রার্থী জাকের পার্টির এস.জে.এম রেজুয়ান ফারুক জানান, জাকের পার্টির কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে  নওগাঁ-২ আসনে আমার এই প্রার্থীতা প্রত্যাহার। 

এদিকে জাতীয় পার্টির প্রার্থী কেন্দ্রীয় জাপা নেতা ও নওগাঁ জেলা কমিটির আহবায়ক এড. তোফাজ্জল হোসেন বলেন, আমরা মাঠে আছি ও থাকবো, তাছাড়া ভোটের পরিবেশ যেহেতু আছে, সেহেতু আমি ভোটে অংশগ্রহণ করছি, জনগণ জাতীয় পার্টিকেই বেছে নেবে বলে আমার বিশ্বাস, আর যদি কেউ ভোটের পরিবেশ নষ্ট করতে আসে, জাতীয় পার্টির তার শেষ দেখে ছাড়বে এবং নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত থাকবে জাতীয় পার্টি।