lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-17T03:40:20Z
সারাদেশ

বাংলাদেশ প্রেসক্লাবের নবগঠিত সুজানগর উপজেলা শাখার আহবায়ক কমিটির মতবিনিময় সভা

Advertisement

 

এম মনিরুজ্জামান, পাবনা: 


বাংলাদেশ প্রেসক্লাব ( বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন)সুজানগর উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় পাবনার সুজানগরের দৈনিক যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রেসক্লাবের পাবনা জেলা শাখার সদস্য সচিব হাফিজুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ প্রেসক্লাবের জেলা শাখার আহবায়ক আনোয়ার হোসেন শেখ লালু। স্বাগত বক্তব্য দেন, সুজানগর উপজেলা শাখার আহবায়ক এবং ডেইলি মর্নিং টাচ্ ও অনলাইন দৈনিক আলোকিত ৭১ পত্রিকার প্রতিনিধি মেহেদী মাসুদ।এ সময় আরো বক্তব্য দেন, বাংলাদেশ প্রেসক্লাবের জেলা শাখার যুগ্ম আহবায়ক আলাল উদ্দিন, সাংগঠনিক সদস্য সুমন হোসেন, সদস্য সুমাইয়া সুলতানা হ্যাপি, আব্দুল্লাহ আল মমিন, দৈনিক যায়যায়দিন পত্রিকার সুজানগর উপজেলা প্রতিনিধি এম মনিরুজ্জামান, দৈনিক যুগান্তরের প্রতিনিধি আব্দুল আলীম রিপন, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি জামিলুর রহমান লিটন, জাতীয় সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্রের প্রতিনিধি আনোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও বিভিন্ন পত্রিকার প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।