lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-17T03:35:13Z
কৃষি

ঝিনাইগাতীতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি একেএম ফজলুল হক চাঁন

Advertisement


মোঃ আরিফুল ইসলাম শেরপুর জেলা প্রতিনিধিঃ


শেরপুরের ঝিনাইগাতীতে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী ফসলের আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে ১৬ অক্টোবর সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি অফিস চত্ত্বরে সার ও বীজ বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার। এসময় আরো বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেনসহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন। জানা গেছে, ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে মোট ৫ হাজার ৩৪০ জন কৃষকের মধ্যে এ সার ও বীজ বিতরণ করা হবে।