lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-26T04:06:49Z
শিক্ষা

নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের সভাপতি সবুজ

Advertisement


আব্দুল আহাদ, বগুড়া নন্দীগ্রাম:


বগুড়ার নন্দীগ্রামে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মনসুর হোসেন ডিগ্রী কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ।গত (১৯ শে সেপ্টেম্বর) মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়। স্বাক্ষরিত পত্রে কামরুল হাসান সবুজকে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের সভাপতি নির্বাচিত করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, এডহক কমিটির আগামী (১৯ শে সেপ্টেম্বর)  ২০২৪ সাল পর্যন্ত। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে সংবিধান সংবিধি-২০১৯ এর ৭ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস চ্যান্সেলর এ মনোনয়ন যেকোনো সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন। জানতে চাইলে কামরুল হাসান সবুজ বলেন, 'নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ এ উপজেলার সবচাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠান। সবার সহযোগিতা নিয়ে এ কলেজের শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক উন্নতি করতে চাই।'তিনি বলেন, যারা আমাকে বিভিন্ন সময়ে অনুপ্রাণিত করেছেন, সার্বিকভাবে সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। পরে গতকাল (২৫ শে সেপ্টেম্বর) সোমবার বেলা ১২টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজের গভর্নিংবডির  নব-নির্বাচিত সভাপতি মোঃ কামরুল হাসান সবুজ কে অত্র কলেজের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদানের মাধ্যমে বরণ করে নেন।