Advertisement
মোঃ মোরসালিন নিজস্ব প্রতিবেদক :
নেত্রকোনা জেলার পূর্বধলা থানার ইসবপুর গ্রামে এক অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে, ২৬শে সেপ্টেম্বর সকাল ৮টার সময় ইসবপুর গ্রামে নেত্রকোনা ময়মনসিংহ হাইওয়ে রাস্তার পাশে এই অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া যায়।
হাতিনাকান্দা গ্রামের মোঃ লাক মিয়া বলেন, গতকাল রাত ৮টা সময় আমার ধান ভাঙ্গানোর মিল বন্ধ করে যখন বাড়িতে যায় তখন এই পাগলটিকে দেখেছিলাম মিলের সামনে রাস্তার পাশে বসে ছিল, সকাল সাড়ে ৬টার দিকে এসে দেখি এখানে মরে পড়ে আছে ।
ইসবপুর গ্রামের মোঃ রুহুল আমিন বলেন, এই পাগল লোকটিকে সকাল ৬টার দিকে আমরা এলাকাবাসী এইখানে পরে থাকা অবস্থায় দেখতে পাই, এবং স্থানীয় থানায় খবর জানাই।
ইসবপুর গ্রামের মোঃ তাজউদ্দীন বলেন, পাগলটিকে সকালে পুকুরের পারে আমরা দেখতে পাই।
এ বিষয়ে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টা দিকে আমরা খবর পাই ইসবপুর গ্রামে নেত্রকোনা ময়মনসিংহ হাইওয়ে রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে আছে। তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে আসি, এখন পর্যন্ত অজ্ঞাত ব্যক্তিটির পরিচয় পাওয়া যায়নি, অজ্ঞাত ব্যক্তির পরিচয় নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়েছি, স্থানীয়রা বলছে লোকটি মানসিক ভারসাম্যহীন ছিল।


